আওয়ার মিডিয়া : ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংগ্রাম অব্যাহত রাখতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় তিনি ইহুদি এ দেশটিকে মধ্যপ্রাচ্যের জন্য ‘টিউমার’ বলেও উল্লেখ করেন। গতকাল শুক্রবার বিশ্ব কুদস দিবস উপলক্ষে অনলাইনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ‘ফিলিস্তিনিদের উচিত নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখা। একই সঙ্গে ফিলিস্তিনকে মুক্ত করার সংগ্রাম জিহাদ করার সমতুল্য এবং অবশ্যপালনীয় একটি কর্তব্য। এই অঞ্চলে ইসরায়েল হলো ক্যান্সারযুক্ত টিউমার।’ তিনি আরো বলেন, ‘আজ পুরো বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত প্রতিটি মানুষের হিসাব রাখা হচ্ছে।
তবে এখন পর্যন্ত কেউ এটি জিজ্ঞাসা করল না যে ফিলিস্তিন এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপ যেসব দেশে যুদ্ধ করছে সেখানে লাখ লাখ মানুষের মৃত্যু ও গুমের জন্য কে দায়ী। আর তাই দীর্ঘমেয়াদি ইহুদি ভাইরাসটিকে যত দ্রুত সম্ভব নির্মূল করা উচিত।’
সূত্র : রয়টার্স