আওয়ার মিডিয়া : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) প্রাণ গেল আরো ১৬ জনের। এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত মোট ৩৮৬ জন মারা গেলেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১৬১৭ জন। গত ২৪ ঘণ্টায় ১০২০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান বুলেটিনে।