রক শিল্পী পিটার গ্যাব্রিয়েল, ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক কেন লোচ এবং হলিউড অভিনেতা ভিগো মোরটেনসেন-সহ ২৫০ জনেরও বেশি আন্তর্জাতিক শিল্পী ও লেখক গাজা উপত্যকার অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, ‘বিশ্বের বৃহত্তম উন্মুক্ত এই কারাগারে করোনাভাইরাস মহামারি একটি ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে। ইসরায়েলের উচিত হবে মানবিক কারণে এই অবরোধ তুলে নেয়া।’
এক অনলাইন চিঠিতে তাঁরা বলেছে, ‘গাজায় এরই মধ্যে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। কভিড-১৯ এর প্রাদুর্ভাবে সেখানে মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে। ২০০৭ সালে হামাস উপত্যকাটির দায়িত্ব নেওয়ার পর থেকে সেখানে ইসরায়েল ও মিশরের টানা অবরোধ চলছে।’
করোনা মহামারির কারণে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগারে বসবাস করা ২০ লাখ বাসিন্দা মারাত্মক হুমকির মুখোমুখি হয়েছেন জানিয়ে শিল্পীরা বলেছেন, ‘চলমান সঙ্কটের আগে ইসরায়েলের অবরোধের কারণে গাজার হাসপাতালগুলোর স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রায় শূন্যের কোটায় পৌঁছেছিল। এবার মহামারিতে অবরোধ অব্যাহত থাকলে ২০ লাখ শরণার্থীকে হয়তো বিনা চিকিৎসায় মরতে হবে।
ঘনবসতিপূর্ণ গাজায় করোনাভাইরাসের সংক্রমণ গভীর উদ্বেগজনক। আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-সহ সব সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইসরায়েলের ওপর অবরোধ তুলে নিতে চাপ সৃষ্টির জন্য আহ্বান জানাচ্ছি। গাজাবাসীকে বাঁচাতে হলে ইসরায়েলি অবরোধ তুলে নেওয়ার কোন বিকল্প নেই।
সূত্র- জেরুজালেম পোস্ট।