হাসান আবিদ
একজন মানুষের সৌন্দর্য ফুটে ওঠে চুলের মাধ্যমে। বর্তমান সময়ে চুল পড়ার সমস্যায় ভুগছেন না এমন মানুষ খুবই কম।
বিভিন্ন কারণে চুল পড়তে পারে। এরমধ্যে আছে অনিয়ন্ত্রিত জীবনযাপন ও দূষণ।
অনেকে চুল পড় বন্ধে মার্কেট থেকে বিভিন্ন রাসায়নিক পণ্য কিনে ব্যবহার করেন। তবে বিউটি পার্লার কিংবা বিভিন্ন রাসায়নিক পণ্য ব্যবহারের ফলে চুল পড়া কমে না, বরং চুল পাতলা ও নিস্তেজ হয়ে যায়।
কিছু ঘরোয়া পদ্ধতি আছে যার মাধ্যমে চুল পড়া বন্ধ করবে-
দই
প্রত্যেকের ঘরেই থাকে দই। দই লাগালে চুল বাড়ে। চুলে দই ও মধু মিশিয়ে লাগিয়ে কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এর ফলে চুল দ্রুত বাড়ে।
মেথি
মেথির বীজে থাকা নিকোটিনিক অ্যাসিড চুলের গোড়াকে শক্তিশালী করে। মেথির বীজে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায। প্রোটিন চুলের জন্য খুবই উপকারি।
মেথির বীজ পানিতে ভিজিয়ে তা দিয়ে চুল ধুলে খুশকি কমে। এছাড়াও মেথি চুল পড়া কমায়।
এছাড়া মেথি বীজ সারারাত ভিজিয়ে রেখে পিষে পেস্ট বানিয়ে নিন। তাতে এক চামচ নারকেল তেল মেশান। এবার এই মিশ্রণটি চুলে লাগিয়ে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন বার এটি করলে চুল ঘন এবং চকচকে হয়।
পেঁয়াজের রস
পেঁয়াজের রস চুলের বৃদ্ধির জন্য খুব কার্যকর। পেঁয়াজের রসে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল চুল থেকে খুশকি কমায়।
তথ্যসূত্র: বোল্ডস্কাই