আওয়ার মিডিয়া : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম ও সরকার নিয়ে কটূক্তি করায় জামালপুরে তিনজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষার্থী তিনজনের নাম হচ্ছে, ফিরোজ মিয়া (২৩), ছানোয়ার হোসেন (২০) ও সিয়াম ইসলাম (১৫)। এই তিন শিক্ষার্থীর বাড়ি ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নে। তাদেরকে গতকাল বৃহস্পতিবার জামালপুর কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার আসামি ফিরোজ মিয়ার বাড়ি ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ গ্রামে। তার পিতার নাম আলম মিয়া। ফিরোজ স্থানীয় বলিয়াদহ মাদরাসার ছাত্র। ছানোয়ার হোসেন একই গ্রামের আব্দুস সবুরের ছেলে। সে ইসলামপুর সরকারি কলেজে অনার্সে অধ্যায়নরত।
একই গ্রামে বসবাস করে সিয়াম। তার পিতার নাম নূরল ইসলাম ঠান্ডা। সিয়াম একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া বলেন, ‘গ্রেপ্তার করা তিনজন ফেসবুকে হযরত মোহাম্মদ (সা:) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ও কটূক্তিমূলক পোস্ট দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।’