আওয়ার মিডিয়া : আর দু চারদিন বাদে রমজান আসছে। পূর্বে মক্কা-মদীনায় জামাতে তারাবি হবে না বলে সিদ্ধান্ত হলেও এবার সৌদি কতৃপক্ষ বিষয়টি একটু শীথিল করেছে। তবে জন সাধারণ সেই তারাবিতে উপস্থিত হতে পারবে না বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ রয়েছে—”রমজানে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে সংক্ষিপ্ত সংস্করণে তারাবিহ পড়ার অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তবে মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে”।
আজ বুধবার এক বিবৃতিতে মসজিদে হারামের প্রধান ইমাম ও হারামাইন শরীফাইনের প্রেসিডেন্সির প্রধান শায়েখ আবদুর রহমান আস সুদাইস এমন খবর দিয়েছেন।
এর আগে মঙ্গলবার তিনি বলেন, পবিত্র দুই মসজিদে তারাবির নামাজ হবে ১০ রাকাতে, কিন্তু তাতে কেবল ইমাম, মুয়াজ্জিনসহ কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশ নেবেন।
এদিকে করোনাভাইরাস বিস্তারের লাগাম টানতে পরীক্ষার পরিসর বাড়িয়েছে সৌদি সরকার। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে ১১ হাজার ৬৩১ জনের শরীরে ভাইরাসটি সংক্রমিত হয়েছে।