শিরোনাম
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:২৯ অপরাহ্ন

দুশ্চিন্তার অবসান : কৃষকের ধান কেটে দিবে কৃষক লীগ!

/ ৫৩৯ পঠিত
প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

আওয়ার মিডিয়া : কারোনাভাইরাসের কারণে বোরো মৌসুমের ধান কাটাতে শ্রমিক সঙ্কটে পড়েছে দেশের অধিকাংশ কৃষক। এ সময় তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগ।

কৃষককে ধান কাটার কাজে সহযোগিতা করতে কেন্দ্র ও অঞ্চলভিত্তিক হটলাইন সেবা চালু করেছে সংগঠনটি।

এরই মধ্যে ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, ফরিদুপর, বরিশাল, রংপুর ও চট্টগ্রাম অঞ্চলের জন্য আলাদা আলাদা নাম্বার দিয়ে কৃষক লীগের হটলাইন চালু করা হয়েছে। এই নাম্বারে কৃষক ফোন দিলেই সংগঠনটির পক্ষ থেকে লোক এসে ধান কেটে দিয়ে যাবে।

কৃষক লীগের কেন্দ্রীয় হটলাইন নাম্বার হল— ০১৭১১৩৯৫১৩২ ও ০১৭৮১৭৭১১৬৬।

এছাড়া সারা দেশে কৃষকের জন্য কৃষক লীগের হটলাইন নাম্বারগুলো হল—

  • সিলেট অঞ্চল- ০১৭১১৩৩১০৭২,
  • কুমিল্লা অঞ্চল- ০১৭৩২১৭০৫৫৫,
  • চট্টগ্রাম অঞ্চল- ০১৭১১১৪০২১৬,
  • রংপুর অঞ্চল- ০১৭১১২৬১৮৩৩,
  • বরিশাল অঞ্চল- ০১৭১১৪৪২২১৩,
  • ফরিদপুর অঞ্চল- ০১৭১২০৯২৭৫৬,
  • রাজশাহী অঞ্চল- ০১৭১৪২২০৫৬৩,
  • ঢাকা অঞ্চল- ০১৭১১৩২৯০৪৪,
  • খুলনা অঞ্চল- ০১৭১৬৭১৬২০১
  • ময়মনসিং অঞ্চল- ০১৭১৬৬৭০৭৭০।

এ বিষয়ে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, বোরো মৌসুমে কৃষকের ধান-কাটায় সহযোগিতা করতে আমরা একটি হটলাইন চালু করেছি। এই সেবাটি মঙ্গলবার থেকে সারা দেশে কৃষকের জন্য চালু করা হয়েছে।

কৃষকের ধান কাটতে মোট দশটি অঞ্চলের এক হাজার নেতাকর্মীর মাধ্যমে দশটি টিমে ভাগ করা হয়েছে। প্রতিটি টিমের টিম লিডারের ফোন নাম্বার হটলাইনে দেয়া আছে। বোরো মৌসুমের ধান কাটার জন্য যে কোনো কৃষক ওই হটলাইনে ফোন দিলে কৃষক লীগের নেতাকর্মীরা বোরো মৌসুমের ধান কেটে দেবে।

এছাড়া ইতিমধ্যে কৃষক লীগের নেতাকর্মীরা গত ১৫ দিন ধরে হাওর অঞ্চলে কৃষকদের ধান কাটার কাজে সহযোগিতা করে আসছেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ