আওয়ার মিডিয়া : বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০ কোটি ইউরো সমমূল্যের নতুন একটি তহবিল গঠন করলো বাংলাদেশ ব্যাংক। এখান থেকে ঋণ নিয়ে পরিবেশবান্ধব শিল্প খাতে ব্যবহারিত কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানি করা যাবে। ইউরোতে প্রথমবারের মতো কোনো তহবিল গঠন করলো কেন্দ্রীয় ব্যাংক। গত ১৫ এপ্রিল এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে তা ব্যাংকগুলোতে পাঠানো হয়।
রপ্তানিমুখী চামড়া ও বস্ত্র খাতের কারখানা পরিবেশবান্ধব শিল্পে রূপান্তরের জন্য বর্তমানে ২০ কোটি ডলারের একটি তহবিল রয়েছে যা গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড বা জিটিএফ নামে অবহিত। ২০১৬ সালের জানুয়ারিতে গঠিত এ তহবিল থেকে ঋণ নিয়ে সবুজ কারখানা রূপান্তরের জন্য শুধুমাত্র মূলধনী যন্ত্রপাতি আমদানি করা যায়। ঋণ নিতে হয় ডলারে। তবে নতুন এ তহবিল থেকে ইউরোতে ঋণ নিয়ে মূলধনী যন্ত্রপাতির পাশাপাশি শিল্পে ব্যবহারিত কাঁচামাল আমদানি করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, “পরিবেশ বান্ধব শিল্প কারখানার জন্য গঠিত এ তহবিল ব্যাংকগুলো ইউরো ইন্টার ব্যাংক অফার রেট (ইউরিবোর) + ১ শতাংশ সুদে অর্থায়ন নিতে পারবে। যদি ইউরিবোর ঋণাত্মক হয় সে ক্ষেত্রে সুদহার হবে ১ শতাংশ। এর সঙ্গে ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে আরও ১ থেকে সর্বোচ্চ ২ শতাংশ সুদ যোগ করে ঋণ বিতরণ করতে পারবে। বর্তমানে ইউরিবোর ঋণাত্মক রয়েছে। ফলে বর্তমানে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদহার হবে তিন শতাংশ। আর ব্যাংক অর্থ পাবে ১ শতাংশ সুদে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, বর্তমানে বিদেশ থেকে শিল্পে ব্যবহারিত কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আনতে ৬ শতাংশের মতো সুদ ব্যয় হয়। নতুন এ তহবিলের ফলে গ্রাহকের সুদ ব্যয় কমবে। একই সঙ্গে ইউরোতে যারা বিভিন্ন পণ্য আমদানি করেন তাদের ডলার থেকে ইউরোতে রূপান্তর করতে গিয়ে অনেক ক্ষেত্রে যে লোকসন হয় সেটিও আর হবে না।