শিরোনাম
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:০৭ অপরাহ্ন

দুইজনের করোনা শনাক্ত : জয়পুরহাট লকডাউন

/ ৫৩৫ পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

আওয়ার মিডিয়া : জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের দু’জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে করোনা রোগী শনাক্ত হওয়ার পর রাতেই জেলা প্রশাসক জাকির হোসেন জয়পুরহাট জেলাকে লকডাউন ঘোষণা করেছেন। বৃহস্পতিবার রাত দশটা থেকে এই লকডাউন কার্যকর হবে।

জয়পুরহাটের সিভিল সার্জন ডা: সেলিম মিঞা জানান, “আক্রান্তরা নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসার পর তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে পাঠানো এক রিপোর্টে তাদের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়ার কথা জানা গেছে”।

তিনি বলেন, “করোনা টেস্টের জন্য গত কয়েকদিনে জেলা থেকে মোট ১৩৫ জনের নমুনা রাজশাহীতে পাঠানো হয়েছে। যাদের মধ্যে ৮৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে দু’জনের রিপোর্ট পজিটিভ এবং ৮৬ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ