করোনা ভাইরাস প্রতিরোধে গত মঙ্গলবার বিকেল ৫টা থেকে ময়মনসিংহ জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জানান,”সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ময়মনসিংহ জেলার সঙ্গে অন্য জেলার যোগাযোগ বন্ধ থাকবে। ময়মনসিংহে কেউ আসতেও পারবেন না, কেউ বাইরেও যেতে পারবেন না”।
মঙ্গলবার (১৪)এপ্রিল জেলা প্রশাসক মিজানুর রহমান স্বাক্ষরিত একটি গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভার সিদ্ধান্ত ও ময়মনসিংহ সিভিল সার্জনের সুপারিশক্রমে সবার সঙ্গে আলোচনা করে ময়মনসিংহ জেলাকে অবরুদ্ধ লকডাউন ঘোষণা করা হলো”।
এতে আরো বলা হয়, সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে।
শেরপুর
করোনাভাইরাস প্রতিরোধে ময়মনসিংহ জেলা লকডাউন ঘোষণার পর দিনই অর্থাৎ বুধবার (১৫ এপ্রিল) শেরপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্তে বুধবার (১৫ এপ্রিল) রাতে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তবে জরুরি পরিষেবা এই বিজ্ঞপ্তির আওতা বহির্ভূত রাখতে বলা হয়েছে।