আওয়ার মিডিয়া : করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে৷ দেশে এ ভাইরাস সর্বপ্রথম শনাক্ত হওয়ার পর পরই সারা দেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় শিক্ষামন্ত্রণালয়। সেই সাথে বন্ধ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ও।
তবে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সম্ভাব্য খোলার তারিখ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় এর ব্যাতিক্রম। করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনরায় ক্লাস ও পরীক্ষা শুরুর তিন দিন আগে বিজ্ঞপ্তির মাধ্যমে তা শিক্ষার্থীদের জানানো হবে।
ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলেও বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম আপাতত বন্ধ থাকবে সরকার ঘোষিত ‘সাধারণ ছুটির’ ২৫ এপ্রিল পর্যন্ত।
তবে জরুরি সেবা কার্যক্রম এই ছুটির আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।