আপডেট : ১৬.০৪. সময়: ২.৪৫ :
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৪১ জন আক্রান্ত হয়েছে। আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১০ জনের।
বৃহস্পতিবার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
করোনাভাইরাসজনিত কভিড-১৯ এ আক্রান্ত হয়ে পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।
আর আক্রান্তের সংখ্যা ১৫৭২ জন।
গত বছরের ডিসেম্বরের চীনের উহান থেকে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ। এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, বুধবার করোনায় আক্রান্তের সংখ্যা বিশ্বজুড়ে ২০ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ছুঁই ছুঁই।