আওয়ার মিডিয়া :
করোনা ভাইরাসের প্রকোপ ঠেকানো যাচ্ছে না কোনভাবেই। গতকাল ৫৪ জনের আক্রান্তের খবর শুনে অনেকেই স্বস্তির নিংশ্বাস নিচ্ছিল। কিন্তু তাদের এই স্বস্তি বেশি সময় থাকতে পারল না। গত ২৪ ঘন্টায় অন্যান্য দিনের চেয়ে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে।
গত এক দিনের ব্যবধানে করোনা ভাইরাসে নতুন শনাক্ত হয়েছে ১৩৯ জন। মৃত্যু বরন করেছেন ৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬২১। আর মৃত্যু বেড়ে হয়েছে ৩৪।
গতকাল শনিবার আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিল ৫৮, মৃত্যু হয় ৩ জনের।
আজ রোববার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান। এ সময় মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩৪০ জনের।
আজ ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে।